আজ (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০:৩০ মিনিটে গোপালগঞ্জ এর বনগ্রাম-দুর্গাপুর-কংশুর কালিগঙ্গা খাল জনসাধারণের জন্য উন্মুক্ত ও গোপালগঞ্জ-মাদারীপুর সড়কের কংশুর বাসস্ট্যান্ডে ব্রিজসহ স্লুইচ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়।করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটি, উলপুর ও দুর্গাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচি পালনে সভাপতি হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন মোঃ মোশাররফ হোসেন সিকদার। বিশেষ ভাবে বক্তব্য রাখেন -দ্বীন-ইসলাম মোল্লা জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লা, ইয়মিন বিন ইমাদ, নওয়াব আলী সহ আরো অনেকে।
এসময় সেখানে বিবৃতি দেওয়া বক্তারা বলেন, গোপালগঞ্জ-মাদারীপুর সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় পূর্বে ব্রিজ ছিল। পরবর্তীতে সড়কটি উন্নয়নের সময় ব্রিজটি বন্ধ করে রাস্তা নির্মাণ করা হয়। এতে মধুমতি নদীর বিলরুট চ্যানেল থেকে বনগ্রাম-দুর্গাপুর-কংশুর কালিগঙ্গা খালে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।
এবং খালটি লিজ দেয়ার কারণে চাষাবাদসহ গৃহস্থালির কাজে স্থানীয়রা খালের পানি ব্যবহার করতে পারছেন না। তাই সরকারের কাছে খালটি উন্মুক্ত করা ও কংশুর বাসস্ট্যান্ডে একটি ব্রিজসহ স্লুইচ গেট নির্মাণের দাবি জানান তারা।
কংশুর বাসস্টান্ডে এক ঘন্টা যাবত চলা এ কর্মসূচিতে বনগ্রাম-দুর্গাপুর-কংশুর এসব গ্রামের মানুষ অংশ নেয়।