গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খসরু মোল্লা (৫৫) নামে এক ব্যবসায়ীকে গোপালগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে।প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। ৭ই আগস্ট,শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ভেড়ার বাজারে এ ঘটনা ঘটে। নিহত খসরু মোল্লা একই ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মৃত ছিরু মোল্লার ছেলে। সে ভেড়ার বাজার এলাকায় ধান-চালের ব্যবসা করতো বলে জানাগেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, খসরু ফকিরের সাথে তার দুঃসম্পর্কের চাচাতো ভাই হাসান ফকিরের সাথো জমিজমা নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলে আসছিলো। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) তাদের দুই পরিবারের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে হাসান ফকিরের লোকজন শুক্রবার দুপুরে ভেড়ার বাজার এলাকায় এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত খসরু মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম গণমাধ্যমকে আরও জানান, এ হত্যা মামলার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা সঠিকভাবে তদন্ত করে।দ্রুত বিচার কাজ শুরু করা হবে।