গোপালগঞ্জে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল ও পদোন্নতি বহাল রাখার দাবিতে মানববন্ধন
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকুরির ৫০ শতাংশ কার্যকরের ভিত্তিতে টাইমস্কেল, জেষ্ঠ্যতা ও পদোন্নতি বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির গোপালগঞ্জ জেলা শাখা। রোববার দুুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা শাখার প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহবায়ক গোলাম কিবরিয়ার নেতৃত্বে যুগ্ম-আহবায়ক সুরেশচন্দ্রদত্ত ও সদস্য মোঃ মফিজুর রহমান সহ জেলার পাঁচ উপজেলার জাতীয়করণকৃত-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা চাকুরির ৫০ শতাংশ কার্যকরের ভিত্তিতে শিক্ষকদের টাইমস্কেল, পিআরএল, জেষ্ঠ্যতা ও পদোন্নতির সুযোগ সহ অন্যান্য আর্থিক সুবিধাদি বহাল রাখা, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়া শিক্ষকগণকে সরকারী গেজেটভুক্ত করার দাবি জানান। পরে মানববন্ধন কর্মসূচি শেষে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।