গোপালগঞ্জে বেদে পল্লী সহ হতদরিদ্র মানুষের মাঝে ইউএসডি ফাউন্ডেশনের পক্ষে শীতবস্ত্র বিতরণ

গোপালগঞ্জ জেলা শহরের হরিদাসপুর রেল ব্রীজের পাশে অবস্থিত মধুমতী নদীর তীরে বেদে সম্প্রদায়ের বসবাস। সাম্প্রতিক তীব্র শীতে তাদের কষ্টের কথা জানতে পেরে ইউএসডি ফাউন্ডেশন গোপালগঞ্জ শাখার পক্ষ থেকে ২৫টি বেদে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এছাড়াও আজ গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী, মোহাম্মদ পাড়া, তেঘরিয়া ও বোড়াশী এলাকায় হতদরিদ্র আরও ২০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে ইউএসডি ফাউন্ডেশন গোপালগঞ্জ শাখার প্রধান সমন্বয়ক সুজন সিকদার বলেন, আমরা চেষ্টা করি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে। যাতে সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি। ইনশাআল্লাহ আমাদের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি আমি প্রত্যাশা করি সমাজের বিত্তবানরা ছিন্নমূল, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *