গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ ছবেদ আলী ভূইয়াকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর (১৯৭১-২০২১)
৫০ বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জ ডিপ্লোমা স্টুডেন্ট ফোরামের উদ্যোগে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসন্ন ইউপি নির্বাচনে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছবেদ আলী ভূইয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ ডিপ্লোমা স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দ গত শুক্রবার বিকালে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ছবেদ আলী ভূইয়া’র হাজারো কর্মী-সমর্থকদের উপস্থি তিতে ভূইয়াপাড়া মসজিদের সামনে তাকে এ সম্মাননা প্রদান করেন।পরে বীর মুক্তিযোদ্ধা মোঃ ছবেদ আলী ভূইয়া স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে প্রাপ্য সম্মাননা চন্দ্রদিঘলিয়া ইউনিয়নবাসীকে উৎসর্গ করেন।