গোপালগঞ্জে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছেন জেলা পুলিশ

মহান বিজয় দিবস -২০২২ উপলক্ষে গোপালগঞ্জ জেলার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনসে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম। এর আগে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

অতপর বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজারবাগে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রথম প্রতিরোধের বীরত্বগাঁথা, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধকালীন পুলিশ সদস্যদের বীরোচিত ভূমিকা এবং তাঁদের অনুভূতি শোনেন। সবশেষে পুলিশ সুপার দেশের এই শ্রেষ্ঠতম সন্তানদের সাথে মধ্যহ্নভোজে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে তাঁদের সবার মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *