দেশজুড়ে করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত প্রায় দেড় বছর পর আজ রোববার (১২ সেপ্টেম্বর) বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সেই সাথে জুড়ে দেওয়া হয়েছে ৯ টি শর্ত। এদিকে সরকারি সিদ্ধান্তে ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় আগে ভাগেই শুরু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
গোপালগঞ্জেও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন কলেজ খোলার ঘোষণায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হওয়ার পর প্রবেশদ্বারে রংবেরঙের বেলুন ঝুলিয়ে কোমলমতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ লক্ষ্যে রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে তিনি মতবিনিময় করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, জেলা প্রশাসকের সিএ মোঃ সোহেল কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদেরকে তিনি সরকার ঘোষিত পরিপূর্ণ নির্দেশনা অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনা করার দিকনির্দেশনা দেন।