গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশী মদ সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে তাকে। আটককৃত ব্যক্তির নাম মো. বিপুল মৃধা (৩০)। সে গোপালগঞ্জ সদর উপজেলার চরবয়রা গ্রামের মো. ফারুক মৃধার ছেলে। এসময় তার নিকট থেকে ৫০০ পিচ ইয়াবা ও ২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
আসামী আন্তঃজেলা মাদক ব্যবসায়ী দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানাযায়।
এ বিষয়ে ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে গণমাধ্যমকে গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান।