গোপালগঞ্জে বিট পুলিশিং কার্যক্রম তরান্বিত করতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

“বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর থানার আয়োজনে উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ১নং বিট – এ বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এ আইন-শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম।

জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম। এ সময় স্বাস্থ্যবিধি মেনে জালালাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ, জালালাবাদ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিট পুলিশিং কার্যক্রমকে বেগবান ও ত্বরান্বিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

এছাড়া ডেঙ্গু জ্বর প্রতিরোধে বাড়ির আশ-পাশ পরিষ্কার-পরিছন্ন রাখতে, বেশি করে গাছ লাগানো, থানায় সেবা পেতে কোন টাকা লাগে না, বর্ষায় পানিবাহিত রোগ প্রতিরোধে সতর্কতা অবলম্বন, চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, করোনাকালিন সময়ে পারিবারিক সহিংসতা দমন, সামজিক অবক্ষয় সংক্রান্তে বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের পক্ষে মসজিদ ভিত্তিক প্রচারনার অংশ হিসেবে সচেতনতা বৃদ্ধিতে গোপালগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক প্রচারণার কথাও তুলে ধরেন মানবিক পুলিশ সুপার।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *