বাংলাদেশ মোবাইল সাভিসিং এ্যাসোশিয়েশন এর গোপালগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ দুপুরে গোপালগঞ্জ শহরের বারবি কিউ চাইনিজ রেস্টুরেন্টে বিএমএসএ”র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর পৌর মেয়র কাজী লেয়াকত আলী লেকু।
এসময় পৌর মেয়র দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের ব্যাবহার ও চাহিদার কথা উল্লেখ করে বলেন, আগামীতে সদর উপজেলার সব মোবাইল ব্যবসায়ীকে এক ফ্লোরে আনতে তিনি সর্বচ্চ প্রচেষ্টা চালাবেন। পরে নব গঠিত কমিটিকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। গোপালগঞ্জ জেলা সভাপতি শরিফুল আলম খান জনি ও সাব্বির হোসেন হুদয়-কে সাধারণ সম্পাদক করে ৬১সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল গনি পাটোয়ারী মামুন।
এসময় বিএমএসএ’র সদস্য সচিব সমছুদ্দিন ফয়েজ, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি জায়েদ মাহমুদ বাপ্পীসহ জেলার সকল মোবাইল সাভিসিং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পরে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাযাত করা হয়।
এসময় গোপালগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক সাব্বির হোসেন হৃদয় বলেন, আমরা এতদিন অবহেলিত ছিলাম, আমরা আমাদের বিভিন্ন মতবিরোধ এড়িয়ে কাঁধেকাঁধ মিলিয়ে আগামীতে একসাথে কাজ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা অন্যতম ভ’মিকা রাখতে পারবো। পরিশেষে তিনি কেন্দ্রীয় নেতা ও অনুষ্ঠানে আগত সকল অতিথিদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।