গোপালগঞ্জে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও অব্যাহত দেশ বিরোধী প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ১১ই ফেব্রুয়ারি শনিবার বেলা ৩ঘটিকায় জেলার ঘোনাপাড়া এলাকার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে গোবরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউপি আওয়ামীলীগ সভাপতি জিকরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে বাংলাদেশ আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আল-শামিম নাছিম, বাংলাদেশ আওয়ামীলীগ সদস্য, জাতীয় কমিটি মঞ্জুরুল ড়ক লাভলু, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সরদার, গোবরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ইমরান চৌধুরী সহ অন্যান্য অঙ্গ সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে শান্তি প্রতিষ্ঠায় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছে বলে জানান বক্তারা।
এসময় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি-জামাত দেশ ও জনগণের বিরুদ্ধে পদে পদে নানামুখী ষড়যন্ত্র করে চলছে।
নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের শান্তি সমাবেশ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কেউ যেন সাধারণ মানুষকে জিম্মি করে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সাধারণ মানুষ যেন স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করতে পারে সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময়ই সতর্ক অবস্থায় মাঠে আছে।