গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জনের নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত প্রায় ২০ জন।আজ ২৮শে নভেম্বর বেলা ১১ টায় টুংগীপাড়া-গোপালগঞ্জ মহাসড়কের নীলফা মালেক বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নিলফা মৃত মমরেজ মোল্লার ছেলে ভ্যান চালক আকামত মোল্লা (৫৫), টুংগীপাড়া উপজেলা জগ ডুমুরিয়ায় গ্রামের সুমন কীর্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্তনীয়া (৩২), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাটিকামারী গ্রামের সঞ্জিত (৪০)।
কিন্তু চতুর্থ ব্যক্তির তথ্য এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি।আহত 20 জন ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক রয়েছে অনেকেই। যার প্রেক্ষিতে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম নাসিম। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী সকাল সাড়ে দশটায় পিরোজপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস টুংগীপাড়া ছেড়ে যাওয়ার পরে নীলফা মালেক বাজার স্থান অতিক্রম কালে একটি অটো ভ্যানকে সাইড দিতে গিয়ে ঢাকাগামী ওই দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফলে ওই ভ্যানচালক সহ বাসে থাকা যাত্রী ও ড্রাইভার সহ ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এবং গুরুতর আহত হয় আরো ২০ জন।