গোপালগঞ্জে বাস চাপায় এক নারী নিহত
গোপালগঞ্জের বাসের চাপায় চঞ্চলা মজুমদার (৫০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ীতে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীরা।
আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত চঞ্চলা মজুমদার গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অরুন মজুমদারের স্ত্রী। পরিদর্শক আমিনুল ইসলাম জানান, সদর উপজেলার ভেন্নাবাড়ীতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন চঞ্চলা। এ সময় গোপালগঞ্জে থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি লোকাল বাস চঞ্চলাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অবরোধ তুলে দেয়ার চেষ্ঠা চালায়। পরবর্তীতে দোষীদের শাস্তির আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।