“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন; জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃর্ক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস—২০২৩ নানা কর্মসূচীর মধ্যদিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে। দিবসের শুরুতে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ ও সদস্যদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ও স্বরূপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে অুনষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা বিষয় অধিদপ্তরের উপ—পরিচালক মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম. সাহাব উদ্দিন আজম, শেখ হাসিনা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, বাংলাদেশ ইউথ ফাস্ট কন্সার্ন (বিওয়াইএফসি) এর প্রোগ্রাম ম্যানেজার মিন্টু হালদার প্রমূখ উপস্থিত ছিলেন।