গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরের শুভ সূচনা করলেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম এম.পি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর দেশব্যাপী প্রদর্শনের শুভ সূচনা ঘোষণা করলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এম.পি।
আজ সোমবার (১ আগস্ট) বেলা ১১টায় গোপালগঞ্জ রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্যক্রমের শুভ সূচনা করেন। মূলত ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধু তথা বাংলাদেশের সঠিক ইতিহাস চিনতে ও জানতে এ আয়োজন। আধুনিক ও সুসজ্জিত ভ্রাম্যমান এ জাদুঘরে বঙ্গবন্ধুর জন্ম, শৈশব, কৈশোর, ভাষা আন্দোলন, রাজনীতি, কারাবরণ, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নায়ক হিসেবে যুদ্ধ বিধ্বস্ত দেশের হাল ধরার ইতিহাস সহ ‘৭৫ -এর ১৫ আগস্ট কাল রাতে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে স্বপরিবারে নিস্তব্ধ করার ঘৃণ্য ইতিহাস নিয়ে মোট ১২টি খন্ডে অডিও এবং ভিডিও আকারে দেশব্যাপী প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। ভ্রাম্যমান এ জাদুঘর দেশের সকল জেলায় পর্যায়ক্রমে প্রদর্শিত হবে।
এর আগে গত ২২ এপ্রিল বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমান এ জাদুঘর প্রদর্শনী কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ৫ দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান যাদুঘর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি.এন মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম, মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
এ সময় বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পশ্চিম) মো. মনিরুল ইসলাম ফিরোজী, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পশ্চিম) মোহাম্মদ কুদরত-ই খুদা, চীফ কমার্সিয়াল ম্যানেজার (পশ্চিম) সুজিত কুমার বিশ্বাস, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মোহাম্মদ শফিকুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক সাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও গোপালগঞ্জ জেলা আ.লীগের সদস্য শেখ মোত্তাহিদুর রহমান শিরু, সদস্য রাজিউর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাঈনুদ্দীন ভূঁইয়া, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান নাজিব আহম্মেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এম.পি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *