দেশ জুড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব (১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব (১৭) বালিকা বিভাগের খেলা শুরু হয়েছে। এ লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সদর উপজেলার আওতাধীন ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যকার নক-আউট সিস্টেম ফুটবল টুর্নামেন্ট গত ২৯ মে গোপালগঞ্জ জেলা শহরের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শুরু হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান নিজে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। আজ বিকালে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় বোড়াশি ইউনিয়ন একাদশকে ২--০ গোলে পরাজিত করে উরফি ইউনিয়ন একাদশ ফাইনালে পৌঁছায়। এছাড়া সকালে অনুষ্ঠিত অপর এক ম্যাচে দুর্গাপুর ইউনিয়ন একাদশকে ১--০ গোলে পরাজিত করে গোপালগঞ্জ পৌরসভা একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়।
আগামী কাল বুধবার (২ জুন) বিকাল ৪ টায় শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে উরফি ইউনিয়ন একাদশের বিপক্ষে গোপালগঞ্জ পৌর একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যমকে জানান আয়োজক কমিটি। করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় গত বছর এ টুর্নামেন্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তাই দীর্ঘদিন পরে অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট দেখতে দূরদূরান্ত থেকে ফুটবল প্রেমীরা স্বাস্থ্যবিধি মেনে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় জমান।