জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ১০১টি দুর্লভ ছবি নিয়ে গোপালগঞ্জে এগারো দিনব্যাপী চিত্র প্রদর্শনী “বঙ্গবন্ধু গ্যালারী” উদ্বোধন করা হয়েছে। দিনটি স্মৃতির পাতায় স্মরণে রাখতে ভিন্নধর্মী এ আয়োজন করেছে গোপালগঞ্জ পৌরসভা। বুধবার (১৭ মার্চ) গোপালগঞ্জ শহরের পৌর পার্কে ডিআইজি হাবিবুর রহমান এ বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা পরিষদের চেয়াম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, পৌর সভার কাউন্সিলর বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর জীবনচিত্র, বাল্যকাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালীন ১০১টি দুর্লভ ছবি এ গ্যালারীতে স্থাপন করা হয়েছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সব বয়সের মানুষ এ গ্যালারি দেখতে আসছেন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান।
কালক্রমে তার হাত ধরেই ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বাঙালি জাতির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকীতে তার বংশ পরিচয়, ছোটবেলা, ছাত্রজীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, বিশ্বের নেতাদের সাথে সাক্ষাৎকার এছাড়াও গণহত্যা, মুক্তিযুদ্ধকালীন সহ ১০১টি দুর্লভ ছবি দিয়ে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু গ্যালারি। গ্যালারীতে বঙ্গবন্ধুর প্রতিটি দুর্লভ ছবিতে ছবির ভাষা লেখা হয়েছে “এখান থেকে শিশুরা বঙ্গবন্ধু আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বড় হবে।”
তাই শিশু-কিশোরী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ দর্শনাথীরা ভির করছে এ প্রদর্শনী গ্যালারীতে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। ১৭ মার্চ থেকে শুরু হয়ে এ প্রদর্শনী থাকবে আগামী ২৮ মার্চ ১১দিন পর্যন্ত। গ্যালারীতে প্রতিদিন চলবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন। পৌর মেয়র কাজী লিয়াকত আলী বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানাতে এই দুর্লভ ছবির প্রদর্শনী করা হয়েছে। প্রদর্শনীটি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উৎসর্গ করবে।