গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব, বিএফইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর বিএফইউজে, ডিইউজে, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমেটেড এর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, সাইফুল আলম, আবুল কালাম আজাদ, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক দীপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার, সাধারন সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুল আরা হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।