বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও বঙ্গবন্ধু পরিষদ।
সারা দেশের ন্যায় আজ বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএডিসির উপ-পরিচালক (আলু বীজ) দীপঙ্কর রায়, নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আজিজুল ইসলাম, বিএডিসি'র সিবিএ সভাপতি প্রফুল্ল মজুমদার, সাধারণ সম্পাদক ইউসুফ আলী শেখ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।