গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২১ এর শুভ উদ্বোধন করেন ডিসি শাহিদা সুলতানা


“মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” -এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেডে সালাম গ্রহণের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্যারেড পরিচালনা করেন সিনিয়র স্টেশন অফিসার স. ম. আরিফ উল হক। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী। ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. রাজীব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শেখ শাহাবুদ্দিন হিটু, প্যানেল মেয়র নাজমুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এবাদত মোল্যা, পৌর কাউন্সিলর রোমান মোল্যা, সমাজসেবক ইনছান আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সর্বশেষ পরিবর্তিত মোবাইল / টেলিফোন নম্বর ০১৭১৩-১৪৫০৮৪/ ০২৪-৭৮৮২১৬১৫ সম্পর্কে অবহিত করা হয়। জরুরি অবস্থায় মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে যে সকল প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন জেলা প্রশাসক শাহিদা সুলতানা সেগুলো সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে প্রদানের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। পরে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে একমোটর শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।