গোপালগঞ্জে প্রয়াত ইউপি চেয়ারম্যানের নামে অপপ্রচারের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে সদ্য-প্রয়াত জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান মিহির কান্তি রায়ের নামে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ-সম্মেলন করেছেন চেয়ারম্যানের সহধর্মিনী শেফালী রায়।
শুক্রবার সকাল ১১টায় জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামে চেয়ারম্যানের নিজবাড়িতে এ সংবাদ-সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ-সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন, গত ৪ জুন তার স্বামী মৃত্যুবরণ করেন। এরইমধ্যে একটি কুচক্রীমহল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তার মৃত স্বামীর বিরুদ্ধে গুজব ও মিথ্যাচার করছেন। ওই কুচক্রীমহল গত ২১ আগস্ট ২০১৯ তারিখ স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা বিএনপি’র একটি প্যাডে ১৩ নম্বর ক্রমিকে জোহরা আলম বাঁশবাড়িয়া’র স্থলে আমার স্বামীর নাম ব্যবহার করে এসব মিথ্যা ও গুজব সংবাদ প্রচার করে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, আমার স্বামীর মৃত্যুতে অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত অতিথি আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য কে এম মঞ্জুরুল হক লাভলু’র বিরুদ্ধেও আমার স্বামীর স্থলে আমাকে চেয়ারম্যান-প্রার্থী ঘোষণার অপপ্রচার চালাচ্ছেন। অথচ এসব বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি দাবি করে বলেন, দু’একটি নামসর্বস্ব পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপপ্রচার করে আমাকে এবং আমার মৃত স্বামীকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমার স্বামী মিহির কান্তি রায় আমেরিকায় থাকাকালে তিনি আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি দেশে ফিরে স্বতন্ত্রভাবে ইউপি-চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন ঠিকই; কিন্তু আমরা বা আমাদের পরিবারের কেউই আওয়ামীলীগের বাইরে নই। তাই এ সংবাদ-সম্মেলনের মাধ্যমে আমি ওই কুচক্রী মহলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাবির মিয়া, ননীক্ষির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মো: মুজিবুর রহমান, জলিরপাড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিকাশ বাকচী, ৯,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হেনা রাণী বালা, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য স্বপ্না বৈরাগী, ৯ নং ওয়ার্ডের সদস্য বিধান সরকার সহ জলিরপাড় ও পাশ্ববর্তী এলাকার কয়েক’শ নারী – পুরুষ উপস্থিত ছিলেন।