গোপালগঞ্জে প্রীতি মহিলা কাবাডি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গোপালগঞ্জ কাবাডি একাডেমী কর্তৃক আয়োজিত প্রীতি মহিলা কাবাডি ম্যাচ প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শেখ কামাল স্টেডিয়ামের অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক গোপালগঞ্জের কৃতি সন্তান ও ঢাকা রেঞ্জের ডিআইজ হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
প্রীতি কাবাডি প্রতিযোগিতায় নড়াইল মহিলা কাবাডি দল ও গোপালগঞ্জ মহিলা কাবাডি দল অংশগ্রহণ করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মাসুদ করিম, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংগঠক মাহাবুব আলী খান।
প্রীতি কাবাডি প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিলেন গোপালগঞ্জ রাজিব পরিবহনের স্বত্ত্বাধিকারী শেখ কামিল সরোয়ার, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. ইলিয়াস হোসেন, আহম্মাদ আলী খান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য আ. মান্নান, জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।