গোপালগঞ্জে পৌর কৃষকলীগের সাবেক নেতা বিল্লাল হোসেনের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোক

গোপালগঞ্জে পৌর কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ইউরোলজি, ডায়াবেটিস, পুষ্টিহীনতা সহ নানাবিধ জটিল রোগে বিল্লাল হোসেন আক্রান্ত হলে গত ১১ জুন গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ জুন) অসুস্থ বিল্লাল হোসেন মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এদিকে বিল্লাল হোসেনের অকাল মৃত্যুতে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সাংবাদিক কে এম সাইফুর রহমান সহ অনেকে গভীর শোক প্রকাশ করেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন। ত্যাগী নেতা বিল্লাল হোসেনের অকাল মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান গণমাধ্যমকে জানান, অসুস্থ বিল্লাল হোসেনের নিয়মিত খোঁজখবর তিনি নিতেন এবং প্রতিমাসে তাকে আর্থিকভাবে সহায়তা প্রদান করতেন। বিল্লাল হোসেন অন্যান্য রোগ থেকে মুক্তি পাওয়ার পর তাকে আমি একটি কৃত্রিম পা সংযোজন করে দেওয়ার আশ্বাসও দিয়েছিলাম। আজ সে আমাদের মাঝে নেই, আমরা তার আত্মার শান্তি কামনায় মহান আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *