গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪,আহত৩

গোপালগঞ্জ সদর উপজেলা মেরি গোপীনাথপুর ও সোনাকর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ নিহত হয়েছে ৪ জন।

 আজ বুধবার (২৪ আগস্ট) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কে মেরী গোপীনাথপুর এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানাই বিকেলে সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের মেরী গোপীনাথপুর এলাকায় দ্রুতগামী একটি মাছের পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী ফরহাদ শেখ ৩৮ ও পিকআপে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। এবং আহত হয় (৪) জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ (২৫০) বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পরে গুরুতর আহত রনি খানের অবস্থা আশঙ্কজনক হলে তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতারা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার শুক্তাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখের ছোট ভাই ফরহাদ শেখ। একই এলাকার সৈয়দ বেপারী (৩৫) এবং কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা এলাকার তাবরেজ খান এর ছেলে রনি খান। এই ঘটনায় পিকআপটি জব্দ করেছে পুলিশ।

নিহত ফরহাদ শেখ গোপালগঞ্জ সদর উপজেলা সুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখের ছোট ভাই। এদিকে পিকআপে থাকা নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

অন্যদিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে সোনাকুড়  এলাকায় মোটরসাইকেল এর ধাক্কায় রুবিয়া বেগম ৫৫ নামে এক নারী পথচারী নিহত হয়েছে। রুবিয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলা সোনাখোর এলাকার মৃত মোশাররফ হোসেনের স্ত্রী।

নিহতদের লাশ গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর হাসপাতাল পরিদর্শন করে হতাহতদের খোঁজ নিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসিন উদ্দিন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *