“মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সর্বত্র কাজ করে যাচ্ছে গোপালগঞ্জ জেলা পুলিশ। কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগ ও লকডাউন কার্যকর করতে গিয়ে ঝুকিতে রয়েছে পুলিশ কর্মকর্তারা।
করোনার বিস্তার রোধে গোপালগঞ্জ পুলিশ সদস্যদের মধ্যে মাক্স ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। আজ সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স লাইনে কর্মরত সকল সদস্যদের মধ্যে এ মাক্স ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মো: আব্দুার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, সদর থানার ওসি মনিরুল ইসলাম সহ সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।