প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২২, ১১:৩২ অপরাহ্ণ
গোপালগঞ্জে পারিবারিক ও জমি সংক্রান্তে বিরোধের জেরে বড় ভাইকে খুন করার অভিযোগ আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে
পারিবারিক ও জমি সংক্রান্তে পূর্ব বিরোধের জেরে গোপালগঞ্জে এনামুল হক ফুলমিয়া (৪৮) নামে এক পরিবহন ব্যবসায়ীকে তার ছোট ভাই ও ভাতিজারা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল হত্যাকাণ্ডের এ বিষয়টি নিশ্চিত করে জানান,
নিহত এনামুল হক ফুলমিয়া গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত এলায়েক মোল্লার ছেলে ও একজন পরিবহন ব্যবসায়ী। পারিবারিক ও জমির মালিকানা নিয়ে নিহত এনামুল হক ফুলমিয়ার সঙ্গে তার আপন ৫ ভাইয়ের দীর্ঘদিন যাবত মামলা চলে আসছিলো। এ নিয়ে সোমবার সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও বাকবিতণ্ডের ঘটনা ঘটে। এরই জেরে গতকাল রাতে ছোট ভাই লিংকন মোল্লা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্লার ছেলে পুলিশ সদস্য কায়েস মোল্লাসহ কয়েকজন মিলে এনামুল হক ফুলমিয়াকে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক ফুলমিয়াকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত