গোপালগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক-ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

গোপালগঞ্জে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক- ব্যাজ পরিয়ে দিলেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।

আজ শনিবার (২৯ অক্টোবর) গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কক্ষে জেলার মুকসুদপুর সার্কেল -এর সহকারী পুলিশ সুপার মো.শাহীনুর চৌধুরী সদ্য পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে র‍্যাংক-ব্যাজ পরিয়ে দেন।

এসময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরীর সহধর্মিণী সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

র‍্যাংক-ব্যাজ পরিয়ে দেওয়ার পর জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম জেলা পুলিশের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরীকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *