গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ শেখ রাসেল পৌর পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসন। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফার নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিনের নেতৃত্বে জেলা আ. লীগ। গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমানের নেতৃত্বে জেলা পরিষদ। গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে পৌর প্রশাসন।

গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাহাদুর আলী, নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সহ অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)-এর নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক সহ এলজিইডি ‘র অন্যান্য প্রকৌশলী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-বিভাগীয় প্রকৌশলী মো.মতিয়ার রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হালিম খান, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, আনোয়ার হোসেন, রাসেল সিকদার, বিলাল বিশ্বাস, হাফিজ হোসেন, মশিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)-এর নির্বাহী প্রকৌশলী মো. হাসান উজ্জামান। এসময় এইচইডি ‘র অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ ও সদর উপজেলা প্রকৌশলী রতন কুমারের নেতৃত্বে অন্যান্য প্রকৌশলী সহ কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হারুন অর রশিদের নেতৃত্বে জেলা সমাজ সেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। গোপালগঞ্জ জেল সুপার মো. আল মামুনের নেতৃত্বে জেলা কারাগার। এছাড়াও গোপালগঞ্জ শেখ রাসেল উচ্চ বিদ্যালয়। এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিয়ত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *