গোপালগঞ্জে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যতম তনয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। “উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত শেষে কেক কেটে পালন করা হয়েছে। পরিশেষে স্থানীয় ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি ও গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এ্যাড. চৌধুরী খসরুল আলম প্রমুখ। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়।