গোপালগঞ্জে ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আজ (12 সেপ্টেম্বর) শনিবার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থেকে অজ্ঞাত(50) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে একটি ধান ক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সিন্দিয়াঘাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো: আবুল বাশার দৈনিক শতবর্ষ কে জানান, বেলা ১২টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামের মৃত কুমোদ বাকচীর একটি ধান ক্ষেতের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা পুলিশ কে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরাদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এ এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
।