গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় যুবক আটক

প্রতিনিধি, গোপালগঞ্জঃ

ইসলাম ধর্মের অনুসারি মুসলমাদের শ্রেষ্ঠ উপাসানলা কাবা শরীফের উপর শিব মন্দিরের ছবি দিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দেওয়ায় গোপালগঞ্জে এক যুবকে আটক করেছে পুলিশ। অঞ্জন কুমার বিশ্বাস নামের এক যুবকের ফেসবুক আইডি থেকে ওই ষ্ট্যাটাস দেয়া হয় । অঞ্জন কুমার বিশ্বাস সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের বৌলতলী গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে । সে ওই বাজারে কম্পিউটার , ফটোকপির ব্যবসা করেন। স্থানীয় বাসিন্দা ও ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকা কয়েকজনের সাথে কথা বলে জানাযায় , কাবা শরিফের ছবির পাশে শিবের মূর্তি ও শিব লিঙ্গের ছবি দিয়ে অঞ্জন তার ফেসবুকে ষ্ট্যাটাস দেয়। এবং সেখানে লেখা ছিলো “ মক্কা মদিনা প্রথমে প্রথমে ছিলো শিবের মন্দির প্রমান মিলল” এই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় । বেলা ৩ টায় অঞ্জন তার ষ্ট্যাটাস উঠিয়ে নিয়ে নতুন আরো একটি ষ্ট্যটাস দেয় “ আমার শেয়ার করা পোষ্টটি যাচাই না করে শেয়ার করার জন্য আমি আন্তরিক ভাবে দু:খিত । আমার শেয়ার করা পোষ্টটি সম্পূর্ন ভিত্তিহীন । আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমার ভুলেন জন্য আমি অনুতপ্ত। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন ”। প্রতক্ষ্যদর্শী আরিফ হোসেন বলেন , বৃহস্পতিবার সকালে ফেসবুকের মাধ্যমে জানার পর দুপুরের বৌলতলী বাজারে ২শ থেকে ৩শ লোক জড়ো হয় এবং অঞ্জনকে খোজাঁখুজি করে। আমরা কয়েক জন তাদের শান্ত করি । এরপর প্রশাসনকে জানালে প্রশাসন বিকেলে অঞ্জকে নিয়ে যায় । ফেবসবুক ব্যবহারকারি অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন , আজ এলাকার জনগন যেভাবে জড়ো হয়েছিলো তাতে বড় ধরনের দূর্ঘটনা হতে পারতো । আমরা এর উপযুক্ত বিচার চাই। বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেন , অঞ্জন ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনে যে স্ট্যাটাসটি দিয়েছিলো তা অত্যান্ত দু:খ জনক । আমি আজ সকালে তাকে বলেছিলাম তুমি কোন এই ধরনের ষ্ট্যাটাস দিয়েছো। জনগন আজ ধৈর্যের পরিচয় দিয়েছে । অঞ্জন এখন পুলিশ হেফজতে আছে । বৌলতলী তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. সালাউদ্দিন বলেন, আমরা অঞ্জনকে তার বাড়ি থেকে আটক করেছি । এই বিষয়টা নিয়ে তদন্ত করছি । বাকিটা আমাদের পুলিশ সুপার বলবে। অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মো. সানোয়ার হোসেন বলেন, অঞ্জন আমাদের হেফাজতে আছে । আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। এলাকা এখন শান্ত আছে ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *