গোপালগঞ্জে দুর্গাপূূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা, জেলা আ. লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মো. উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি ডা. অরুন কান্তি বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি, জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম, গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সদস্য কে এম সাইফুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাস পল্টু, দ্বিজেন্দ্রনাথ ঢালী প্রমূখ।

এ সময় জেলার বিভিন্ন উপজেলার ইউএনও, পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠ ও সুন্দরভাবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *