গোপালগঞ্জে ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই মামলায় সংশ্লিষ্ট অপর দুই পলাতক আসামিদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দিয়েছেন বিচারিক আদালত। আজ রোববার (১৬ জানুয়ারি) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্বাস উদ্দিন এ আদেশ দেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন একই আদালতের বেঞ্চ সহকারী মো. মাহবুবুর রহমান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ববিতা, স্বামী – দুবলা সাপুড়ে, পিতা – মৃত ফয়জদ্দিন সাপুড়ে, ছেলেনা খাতুন, স্বামী – উথান সাপুড়ে, পিতা – সাবেদ সাপুড়ে, উভয় সাং – গোয়ালা মান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ। ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রাপ্ত অপর পলাতক দুই আসামিরা হলেন, একই এলাকার বাঁকা সাপুড়ের ছেলে আনোয়ার হোসেন ও ছনির উদ্দিন সাপুড়ের ছেলে উথান সাপুড়ে। আদালত সূত্রে জানাগেছে, ২০১২ সালে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এস আই শাহাদাত হোসেন এলজিইডি’র মোড়ে ১০৯ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর (খ) /২৫ ধারায় মামলা রুজু হয়। ২০১২ সালের সেশন কেস নং-৯৬. সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে বিচারিক আদালতের বিজ্ঞ বিচারক দোষীদের বিরুদ্ধে এ রায় দেন। এরমধ্যে ববিতা ও ছেলেনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক অপর দুই আসামীদেরকে ১০ বজরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।