গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় খালাতো ভাইকে খুন
মাদক সন্রাসী পূর্বের একাদিক মামলার আসমি রবিউল (৩৬) এর হাতে মোঃ শহিদ শেখ (৪০) নামে খুন হয়েছে। যার পিতার নাম মৃত মোঃ রজ্জাক শেখ, গ্রাম বাগিয়া, এ সময় মৃত শহিদের মা , ছেলে ও ছোট ভাই কুবাদ বলেন সন্রাসী, মাদক সেবক রবিউল বাড়ি থেকে লোকের মাধ্যমে ঢেকে নিয়ে ফাঁকা জায়গা ইটের রোডের উপর ফেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে আঘাত করে। এ সময় শহিদ শেখ চিৎকার করে বলে আমাকে বাঁচাও । কিছু লোক চিৎকার শুনে বেরিয়ে এসে দেখতে পায় রক্তাক্ত জখম অবস্থায় ইটের রোডে পড়ে আছে শহিদ শেখ। এলাকার লোক তার বারিতে খবর দিলে বাড়ির লোক ছুটে এসে আঘাতরত শহিদ কে কাশিয়ানী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় কাশিয়ানীতে চিকিৎসার জন্য না রেখে তাকে ফরিদপুর হাসপাতালে পাঠিয়ে দেয় ফরিদপুর থেকে তাকে চিকিৎসা করা সম্ভব নয় বলে ঢাকায় নিয়ে যাওয়ার সময় শহীদ শেখ সিস্বাস ত্যাগ করেন। শহিদ শেখ মৃত্যুর আগে চার জন কে চিনতে পেরে পরিবার কে জবান বন্দি দিয়ে গেছে আমাকে রবিউল, মনির,আবু কালাম, বশার মেরেছে । ও অন্যরা দৌরে পালিয়ে যায় তাই তাদের চিনতে পারিনি। মৃত শহিদের মা ও বড় ছেলে ফয়সাল(১৫) এই হত্যার বিচারের দাবি করেন।