গোপালগঞ্জে তীব্র শীতে পুলিশ সুপারের দেওয়া কম্বল পেয়ে উচ্ছসিত অসহায় ও দুঃস্থ শীতার্তরা

প্রচন্ড শীতে কাঁপছে দেশ। এরই মধ্যে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা শহরের বেশ কয়েকটি জায়গায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার চৌরঙ্গীর মোড়, লঞ্চঘাট ব্রীজ, স্থানীয় এতিমখানা-মাদ্রাসা ও পুলিশ লাইনসে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অসহায় ও দুঃস্থ, মাদ্রাসা শিক্ষার্থী সহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *