গোপালগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৬০৫ পিস ইয়াবা সহ ৪ মাদকব্যবসায়ী আটক
গোপালগঞ্জ সদর থানার বেদগ্রাম এলাকায় গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করে ১৫১৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি থানার পাখিমারা গ্রামের তুরজাউন মোল্লা ওরফে আকাশ। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে নড়াইল, গোপালগঞ্জ সহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করতো। ইতোপূর্বেও নড়াইলে মাদকসহ তুরজাউন মোল্লা ওরফে আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। মূলত টাইলস মিস্ত্রীর কাজের আড়ালে বেদগ্রাম এলাকায় থেকে সে মাদক ব্যবসা শুরু করে। একই দিনে ডিবি পুলিশের পৃথক আরেকটি অভিযানে সদর থানার করপাড়া এলাকা থেকে ৯১ পিস ইয়াবাসহ মৃত ওদুদ মোল্লার ছেলে সাদ্দাম মোল্লা (২৯), মৃত কিরন বিশ্বাসের ছেলে কংকন বিশ্বাস (৩০) এবং শফিক খানের স্ত্রী শারমিন আক্তারকে (৪০) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত সকলেই গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানাগেছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম জানান, মাদকমুক্ত গোপালগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধপরিকর। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকমুক্ত জেলা গড়তে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।