প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২১, ৮:০৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে ডায়াবেটিক হাসপাতালে রোগীদের ইনডোর সেবা কার্যক্রমের উদ্বোধন করলেন ডিসি শাহিদা সুলতানা
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১টায় শহরের ইসলাম পাড়ায় প্রতিষ্ঠিত ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.জাকির হোসেন, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. কাজী রবিউল ইসলাম, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. এ.আর. দাস, হাসপাতাল পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ ও চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এ প্রতিষ্ঠান আপনাদের, আমরা সেবক হিসেবে আজ আছি, কাল হয়তো বা থাকবো না কিন্তু এ প্রতিষ্ঠান যুগ যুগ ধরে থেকে যাবে। যে সকল চিকিৎসক অর্থ-বৃত্তের প্রতি লোভ না করে কেবল মানব সেবায় নিয়োজিত থাকবেন। তাদেরকেই এ সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক। ডায়াবেটিক রোগীরা এখানে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা পাবেন বলেও জানান তিনি। পরে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দদের নিয়ে হাসপাতালে বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত