গোপালগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


আজ শুক্রবার গোপালগঞ্জে ডাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিক আপ চালক আলাউদ্দিন (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সকাল সাড়ে ৬ টায় ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি খুলনার বয়রা এলাকায়।
ভাঙ্গা হাইওয়ে থানার এস.আই মলয় রায় জানান, দুর্ঘটনার পর আমরা নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। লাশের ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে লাশ বুঝে দেয়া হবে।