গোপাগঞ্জে এসডিজি লোকালাইজেশন ফ্রেমওয়ার্ক ও ডিফাইনিং ডেভলপমেন্ট এন্ড গ্রোথ প্রায়োরিটিজ প্রকল্পের আওতায় টেকসই উন্নয়নের স্থানীয়করণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ইউএনডিপি'র যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিজি ও সিনিয়র স্ট্যাটেজিক এডভাইজার, এসডিজি লোকালাইজেশন ইউএনডিপি'র সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ, স্ট্যাটিজিক প্লানার গাজী মুহাম্মদ শাহীনুর, ন্যাশনাল কনসালটেন্ট রুনা জেসমিন প্রমূখ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ইউএনডিপির গভর্নেস স্পেশালিস্ট দীপক চক্রবর্তী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, কোটালীপাড়া পৌর মেয়র হাজী শেখ কামাল হোসেন, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, এ পুলিশ সুপার মিজানুর রহমান, গোপালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের রহমান রাশেদ, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।