গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় স্বাস্থ্যবিধি মেনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতপাড় ইউপি চেয়ারম্যান সুজিত মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ভেন্নাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল রায়, মহিলা ইউপি সদস্য প্রমিলা মৃধা। জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্যে বলেন, করোনা মহামারীর মধ্যে মায়েরা তাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অধিক যত্নবান হবেন। প্রধান অতিথির বক্তব্যে সাতপাড় ইউপি চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে দেশে আজ নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে।
Aa