গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত


গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা (ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
সভায় মাসিক আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সার্বিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা সহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ ও জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু’র জন্মদিন সুষ্ঠুভাবে পালন নিয়ে আলোচনা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান,মুকসুদপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র নাথ রায়, টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ দিদারুল ইসলাম, জেলা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আফজাল হোসেন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজী জিন্নাত আলী, পৌর সচিব কে.জী.এম মাহামুদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জানান, তিনি যোগদান করে জেলার ৫ থানায় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় ও বেগবান করে সকল শ্রেণী-পেশার জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা আরো সুসংহত করতে এবং মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গী তৎপরতা সহ চুরি-ডাকাতি রোধে তিনি বদ্ধপরিকর। এ কাজে প্রয়োজনীয় তথ্য দিয়ে জেলা পুলিশকে সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।