প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২১, ৬:৩৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন -২০২১ উপলক্ষে গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট দীপক রঞ্জন সরকারের সঞ্চালনায়, কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।
এ বছর জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনে গোপালগঞ্জ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ৯৭৯ জন শিশুকে "নীল" রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৮২৭ জন শিশুকে "লাল" রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪০ হাজার ৯৬৫ জন, কাশিয়ানীতে ৩৬ হাজার ৩৩২ জন, কোটালীপাড়ায় ৩৫ হাজার, মুকসুদপুরে ৪৬ হাজার ৯৮৫ জন, টুঙ্গিপাড়ায় ১৪ হাজার ৯২৫ জন, গোপালগঞ্জ পৌরসভায় ৭ হাজার ৫৯৯ জন শিশু সহ মোট ১ লাখ ৮১ হাজার ৮০৬ জন শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র, ১ হাজার ৬৯৮টি অস্থায়ী কেন্দ্র সহ মোট ১ হাজার ৭০৫টি কেন্দ্রে (৫--১৯ জুন) ২ সপ্তাহ ব্যাপী এসব ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. গোধুলী বিশ্বাস। কান্নারত শিশুর কান্না থামিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
এ সময় প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সেলিম রেজা, কে এম শফিকুর রহমান, কে এম সাইফুর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত