গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী পালিত।

আজ রবিবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও সরকারি শিশু পরিবারের আয়োজনে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, শাহিদা সুলতানা।বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম প্রমুখ।
বংগবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার হন পরিবারের সবার আদরের শেখ রাসেল।মাত্র ১০ বছর বয়সে দেশি-বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে নির্মম ভাবে হত্যা কান্ডের শিকার হয় শেখ রাসেল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *