মাছরাঙ্গা টেলিভিশনের সাবেক গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোর্শেদায়ান নিশানের স্ত্রী জাকিয়া বেগম হত্যা মামলায় স্বামীসহ ৪ জনকে মৃত্যুদন্ড রায় দিয়েছে আদালত। একই সঙ্গে নিহতের স্বামীকে ৫ লাখ ও অন্য তিন আসামীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাকির হোসেনের আদালতে রায় ঘোষণা করেন। আসামীপক্ষের আইনজীবী আব্দুর রহমান রহিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদন্ড প্রান্তরা হলেন- জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশান, ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিছুর রহমান। এর আগে প্রথমবার গত ২৭ জানুয়ারি এবং দ্বিতীয়বার ১০ ফেব্রæয়ারি রায়ের দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় আদালত রায়ের জন্য ২৪ ফেব্রæয়ারি দিন ধার্য করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ ফেব্রæয়ারি রাত ২ টার সময় গোপালগঞ্জ জেলার সিলনা রোড বেদগ্রাম ৬৩৯/৫ নং বাড়িতে গোপালগঞ্জ মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক মোর্শেদায়ান নিশানের বসতবাড়িতে তার স্ত্রী জাকিয়া বেগমকে এক কোটি টাকা যৌতুকের জন্য খুন করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনস্থলের বাড়িতে গিয়ে আসামী মোর্শেদায়ান নিশান, ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমানকে আটক সহ জাকিয়া বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ঘটনার পূর্বে জাকিয়া বেগমের পিতা আলহাজ্ব জালাল উদ্দিন মল্লিক তার মেয়ের সুখের কথা ভেবে ঘটনাস্থলের দোতলা বাড়িটি তৈরি করে দিয়েছিলেন। এ ব্যাপারে পিতা জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে জাকিয়া বেগমের স্বামী সহ মোট ৪ জনের বিরুদ্ধে বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ৯ জুন আদালতে ৪ জন আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ঐ বছরের ৭ সেপ্টেম্বর আদালত আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে আদালত ২০ জন স্বাক্ষীর জবানবন্দি ও জেরা রেকর্ড করা হয়েছে।