গোপালগঞ্জে জরুরী ঘোষণা
মিরাজুল ইসলাম, (গোপালগঞ্জ সদর) উপজেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জ শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনগণকে সাস্থ বিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। এই লক্ষে- গোপালগঞ্জ শহরের প্রবেশ পথ সার্কিট হাউস, এলজি ই ডি মোড়, মান্দার তলা,ও গেটপাড়া সংযোগ সড়কে কোনো প্রকার (নিত্য প্রয়োজনীয় ও জরুরী সেবা লাশ বহনকারী গাড়ি ব্যাতিত) সকল প্রকার যানবাহন বের হওয়া এবং প্রবেশ নিষিদ্ধ। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবেনা, এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। বাহিরে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পড়তে হবে। মাস্ক ছাড়া কাউকে দেখা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্দেশ আগামী ১৬-০৭-২০২০ইং সন্ধা ৬.০০ প্রযন্ত বহাল থাকবে। আদেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট। গোপালগঞ্জ।