প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২০, ২:২৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে ছয়তলা ভবন থেকে পড়ে এক নারী টেকনোলজিষ্টের মৃত্যু

গোপালগঞ্জে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের নতুন ভবনের ছয়তলা থেকে পড়ে সুশমিতা মজুমদার ইভা (২৫) টেকনোলজিষ্ট এর মৃত্যু হয়েছে। আজ ৫ জুলাই বেলা ১১ টার গোপালগঞ্জে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত মল্লিক জানান, আজ সকালে ভলেন্টিয়ার হিসাবে মেডিকেল কলেজের ল্যাবে পরিদর্শনে জান ছয় সদস্যের একটি দল। সেখান থেকে অনাকাঙ্খিত ভাবে সুশমিতা মজুমদার পড়ে যায়। ফলে ঘটনা স্থলেই তিনি মৃত্যু বরণ করেন।
ঘটনা স্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানা, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক অসিত মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন সহ মেডিকেল কলেজ এর কর্মকর্তা গণ। এবং ছয় তলা থেকে পরে যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এ বিষয় শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ থেকে কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। নিহত সুষমিতা মজুমদার ইভা গোপালগঞ্জ সহরের জনতা রোডের জগদিশ মজুমদার এর মেয়ে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত