গোপালগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী কে কুপিয়ে জখম লুটপাট

গোপালগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী কে কুপিয়ে জখম লুটপাট

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দোকান ঘর নির্মানে ২য় বার চাঁদা না দেওয়ায় আসাদ সিকদার (৫৫) নামক এক ব্যবসায়ী কে কুপিয়ে জখম করেছে । গত শুক্রবার (২১মে) দিবাগত রাত ১০ টায় উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । সরজমিনে জানা যায় , ঘটনার সময় আসাদ সিকদার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যায়।তখন হামলা কারীরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে।

আসাদ সিকদার সাংবাদিকদের বলেন বর্ষাপাড়া বাজারে দোকান ঘর নির্মানের সময় মামুন ও রুবেল চাদা দাবি করলে কিছু টাকা দেই,পরবর্তিতে দোকানের ছাদ নির্মান করার সময় আবার চাঁদা দাবী করেন,চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাকে কুপিয়ে জখম করে ঘর দরজা ভাংচুর লুটপাট করেছে। জখমীর মেয়ে ইতি সিকদার জানানÑ হামলা কারীরা ঘর দরজা ,আসবাবপত্র ভাংচুর করে ,ছাদ নির্মানের জন্য রাখা নগদ ২লক্ষ ৫০ হাজার টাকা ও গলার চেইন ,কানের দুল , হাতের রুলী লুটে নেয়।

মামুন সিকদারের সাথে ফোনে কথা হলে তিনি বলেন- আমি স্কুল কমিটির সভাপতি ,আমার সম্মানকে ক্ষুন্ন করার জন্য একটি মহল এ নাটক সাজিয়েছে । তিনি আরো বলেন- আমি কারো কাছে চাঁদা দাবী করি নাই। এ ব্যাপারে রিয়াজুল সিকদার বাদী হয়ে ২০ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর এস আই শামছুল হক ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে , বিষয়টি অনুসন্ধ্যান করা হচ্ছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *