গোপালগঞ্জে ঘটে যাচ্ছে একের পর এক চুরি ডাকাতি।

 গত রাতের ১০ আগষ্ট এক দল ডাকাত গোপালগঞ্জ পাওয়ার হাউজ রোডে এক বাড়িতে ডাকাতি করার চেস্টা করে কিন্তু জনতার সতর্কতা টের পেয়ে চলে যায় মিয়াপাড়ার দিকে। লায়েকের মোড় থেকে ২০০ গজ সামনে ৩১৯/২ বিশ্বাস বাড়ি রোড মিয়াপাড়া,গোপালগঞ্জ মিন্টু ও লিটুদের বাসায় , বাসায় নিচতলায় বসবাস রত ভাড়াটিয়াদের গ্রিলের সিক ভেঙে পুরো ঘর তছনছ করে এলোমেলো করে রাখে ডাকাত দল! শহরের ডাকাত দল সম্পর্কে সতর্কীকরন বেশ কয়েকটি পোষ্ট করা হয়েছিল বিগত দিনে তা সত্ত্বেয় সংঘবদ্ধ ডাকাত দল গোপালগঞ্জ শহরে একের পর এক চুরি ডাকাতির মত খারাপ ঘটনা ঘটিয়ে যাচ্ছে! ডাকাত দল চুরি ডাকাতি করার জন্য সাথে করে নিয়ে আসছে নানা রকম ধারালো অস্ত্র সহ জানালার গ্রিল ভাঙার অস্ত্র রেঞ্জ, স্ক্রু ড্রাইভার, দা ইত্যাদি। এসব অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তারা তাদের কর্ম কান্ড চালিয়ে যাচ্ছে। এতে করে জনজিবন হয়ে উঠেছে দূর্বীসহ, রাতে ঘুম কেড়ে নিচ্ছে মানুষদের। করোনা মহামারির ভিতরে যদি এই রকম ঘটনা ঘটতে থাকে তাহলে মানুষের জিবন হয়ে পড়বে অনিশ্চিত। সকল গোপালগঞ্জ বাসীর প্রসাশনের নিকট আকুল আবেদন দ্রুত সময়ের মধ্যে এই চক্র এবং এদের সাথে জড়িতদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *