গোপালগঞ্জে গ্রাম পুলিশকে বিদায়ী সংবর্ধনা দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা প্রশাসন


গোপালগঞ্জে প্রথম হোসেন আলী নামের এক গ্রাম পুলিশকে বিদায়ী সংবর্ধনা দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৫ মে) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রামপুলিশ হোসেন আলীকে সংবর্ধিত করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা, গোপালপুর ইউপি চেয়ারম্যান সুশান্ত সেন, ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান কবির আলম তালুকদার সহ উপজেলার ৫ ইউনিয়নের অন্যান্য গ্রাম পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত গ্রাম পুলিশ হোসেন আলী ১৯৮৮ সালে উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে যোগদান করেন। আজ ২৫ মে তিনি অবসর গ্রহণ করেন।
বর্নি ইউনিয়নের শফিকুল ইসলাম, পাটগাতী ইউনিয়নের কদম আলী মোল্লা সহ একাধিক গ্রাম পুলিশ জানান, গোপালগঞ্জে এই প্রথম কোন গ্রাম পুলিশকে বিদায় সংবর্ধনা দিয়েছেন ইউএনও। চুরি ছিনতাই সহ বিভিন্ন কাজে গ্রাম পুলিশের ভূমিকা ব্যাপক।
আমাদের ইউএনও স্যারের উদ্যোগে গ্রাম পুলিশকে বিদায়ী সংবর্ধনা দেওয়ায় আমরা খুবই খুশি। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, পাটগাতী ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জেনেছি গ্রাম পুলিশ হোসেন আলী তার কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।
নিয়োগকারী কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে একজন সহকর্মী কে বিদায়ী সংবর্ধনা দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রাম পুলিশ হোসেন আলীকে বিদায়ী সংবর্ধনা ও তার ৩৩ বছরের কর্মজীবনের জন্য তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।