গোপালগঞ্জে গাড়ি খাদে পড়ে মা- ছেলে নিহত, আহত ৬


গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। এতে আরো ৬ জন আহত হয়েছে।
শনিবার বিকাল ৩.১০ এর সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দোলা ফিলিং স্টেশন নামকস্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত তারা আলী মোল্লার ছেলে মহিদুল মোল্লা (৩৫) ও মা মরিয়ম বেগম (৬০) ।
নিহত মহিদুলের খালা আহত ফিরোজা বেগম (৪৫), ফিরোজা বেগমকে (৪০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মহিদুলের স্ত্রী সুমি বেগম (৩০), মেয়ে মীম (১১), ছেলে মোমিন (৭) ও খালাত বোন বৈশাখীকে (১০) প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়ো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার এস.আই আব্দুল বারেক জানান, মরিয়ম বেগম টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ দেখতে যেতে চান। ছেলে মহিদুল ফুকরা গ্রামেরবাড়ি থেকে প্রাইভেট কার ড্রাইভ করে করে মা, স্ত্রী, ছেলে, মেয়ে ২ খালা ও খালাত বোনকে নিয়ে সকালে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে যান। সমাধিসৌধ পরিদর্শণ করে তারা ওই প্রাইভেটকারে করে ফুকরার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঘোনাপাড়া দোলা ফিলিং স্টেশন নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে তাদের প্রাইভেট কারটি রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। পরে চাকা ফেটে প্রাইভেটকারটি উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মহিদুল নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মরিয়ম বেগম মারাযান। এ দুর্ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।
নিহত মা- ছেলের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।